আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ৩৬ দিন ধরে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে পাঁচ দিন তারা মহাসড়ক অবরোধ করছেন। তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়া হয়নি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে তারা বৃহস্পতিবার রাত ৯টা থেকে আমরণ অনশন
শিক্ষার্থী সাকিব মিয়া বলেন, “শান্তিপূর্ণ অবরোধ চলাকালে নৌবাহিনীর গাড়ি উল্টোপথে এসে জরুরি পথও আটকে দেয়। বাধা দিলে তারা আমার গায়ে হাত তোলে এবং আমাকে গলা চেপে ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে অন্য শিক্ষার্থীরা আমাকে বাঁচায়।"
যেদিন একটি রাষ্ট্রীয় পরিকল্পনার বিরুদ্ধে, চারটি সশস্ত্র বাহিনীর বিপক্ষে নিরস্ত্র ছাত্র-জনতার মোকাবিলা। দৃপ্ত প্রত্যয়ে লড়াই করে যেদিন শিক্ষার্থীরা যৌথ বাহিনীকে পরাস্ত করে অর্জন করেছিল চব্বিশের প্রথম স্বাধীন ক্যাম্পাস